মিথ্যা মামলা দিয়ে ২ কৃষককে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:০৩ পিএম
মিথ্যা মামলা দিয়ে ২ কৃষককে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

এলাকাবাসীর মানববন্ধন 

নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ২ নিরীহ কৃষককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছে কয়েকশ এলাকাবাসী। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম গ্রামে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় কৃষক মিলন ও খান সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে জোরদার মাহফুজুল হক মির্জা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, জোরদার মাহফুজুল হক সে তার নিজের ধানে নিজে আগুন লাগিয়ে অসহায় দুই কৃষককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।  

এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির জানান, জেলে পাঠানো দুজন কৃষক সহজ সরল প্রকৃতির লোক। যে ধান পোড়ানোর দায়ে তাদের জেলে পাঠানো হয়েছে সে ধান জনগণ উদ্ধার করেছে। পুরোপুরি মিথ্যা নাটক সাজিয়ে তাদের মামলায় ফাঁসান হয়।

সোনালীনিউজ/জেএ/এসআই

Link copied!