জেলের জালে ৯ মণের দুই শাপলাপাতা, বিক্রি হলো লাখ টাকায়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৮:২৪ পিএম
জেলের জালে ৯ মণের দুই শাপলাপাতা, বিক্রি হলো লাখ টাকায়

সংগৃহীত ছবি

বরগুনা: বরগুনার পাথরঘাটায় সাগর থেকে একসঙ্গে দুটি শাপলাপাতা মাছ ধরেছেন জেলেরা। পরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ দুটি এক লাখ ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছ দুটির ওজন ছিল প্রায় ৯ মণ।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলম শাপলাপাতা মাছ দুটি মাছটি বিক্রি করেন। এ সময় পিরোজপুরের মঠবাড়িয়ার মৎস্য পাইকার কবির হোসেন প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই মাছ দুটি কেনেন।

মৎস্য অবতরণ কেন্দ্রের নিউ আলামিন ফিশের আড়তদার মোস্তফা আলম বলেন, রোববার দিবাগত রাতে সেলিম মাঝির ইলিশের জালে দুটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। মাছ দুটি ট্রলারে তুলতে না পারায় রশি দিয়ে ওই ট্রলারের সঙ্গে বেঁধে পানিতে ভাসিয়ে নিয়ে আসেন। পরে ওই মাছ দুটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে এত বড় মাছ দেখে হইচই পড়ে যায়। মাছ দুটির মধ্যে একটির ওজন ৬ মণ ৩৩ কেজি, অপর মাছটির ওজন ৭৮ কেজি।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার সাংবাদিকদের বলেন, এটি হচ্ছে স্ট্রিং রে প্রজাতির মাছ। বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা। তবে এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রে বেশি পাওয়া যায়। সমুদ্রের অগভীর স্থানে তলদেশ ঘেঁষে বিচরণ করে শাপলাপাতা মাছ।

সোনালীনিউজ/আইএ

Link copied!