রংপুরে খাদেম হত্যা : ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০১৬, ০৬:৫৪ পিএম
রংপুরে খাদেম হত্যা : ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ প্রায় নয় মাস পর ৩ জুলাই রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশতাক আহমেদের কাছে চার্জশিট দাখিল করা হয়।
 
সোমবার (১১ জুলাই) দুপুরে রংপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক সাংবাদিকদের জানান, চার্জশিটভুক্ত আসামিরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য।
 
কাউনিয়া থানার পরিদর্শক তদন্ত মামুন অর রশিদ বলেন, ৩ জুলাই মাজারের খাদেম হত্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, জেএমবি সদস্য ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার, জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে সাতজন রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এরা হলেন, মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফকুল ইসলাম ও আবু সায়্যিদ।’
 
গত ১০ নভেম্বর মাসে দিবাগত রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড়ে দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এর আগে ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিয়ো হোশি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Link copied!