৮ ঘণ্টা পরে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২২, ০১:২০ পিএম
৮ ঘণ্টা পরে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ফটো

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মে) দুপুর ১২টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে টানা আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

এর আগে ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি  উদ্ধার করে। এতে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


সোনালীনিউজ/এনএন

Link copied!