বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

  • রাঙামাটি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৩:১২ পিএম
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুন) উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মাচালং মন্দির পাড়া এলাকার সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার চিরজ্যোতি চাকমা (৪২)।

ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এভাবে মারা যাওয়ার ঘটনা দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে পানি বাড়লে স্থানীয়রা মাছ ধরার জন্য উদগ্রীব থাকেন। কিন্তু তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন না করার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সতর্ক করছি।

সোনালীনিউজ/এনএন

Link copied!