নামাজ পড়তে বলায় কিশোরকে মারধর, একদিন পর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২২, ০৮:৫৪ পিএম
নামাজ পড়তে বলায় কিশোরকে মারধর, একদিন পর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে নামাজ পড়তে বলায় এক কিশোরকে হ*ত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুন) মারা যায় ওই কিশোর।নিহত আজিজুল হক হৃদয় (১৪) উপজেলার মুগসাইর গ্রামের অটোরিকশা চালক রিপন মিয়ার ছেলে।  

শুক্রবার (২৪ জুন) দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে হৃদয় হাঁটতে যায়। এসময় ওই গ্রামের ইদ্রিস আলীকে, ‘নামাজ পড়তে আসো, একদিন তো মরতে হবে’ বলায় রেগে যায় ইদ্রিস। একপর্যায়ে ইদ্রিস ও তার সঙ্গে থাকা বন্ধুরা মিলে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করেন। 

পরে আহত অবস্থায় হৃদয়কে স্থানীয়রা বাড়ি পৌঁছে দেন। পরদিন বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে মারা যায় হৃদয়।

হৃদয়ের মা রিনা বেগম সাংবাদিকদের বলেন, নামাজ পড়তে বলায় ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। গতকাল এসে আবার আমাকে সাবধান করে দিয়ে বলেছে, আমি যেন আমার ছেলেকে শাসন করি। আমার ছেলে হত্যার বিচার চাই।

সোনালীনিউজ/আইএ

Link copied!