আসাম থেকে বানের জলে ভেসে এসেছে বন্য হাতি

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৬, ০২:১৩ পিএম
আসাম থেকে বানের জলে ভেসে এসেছে বন্য হাতি

ভারতের আসাম থেকে বানের জলে একটি বন্য হাতি ভেসে এসেছে। এটি এখন সিরাজগঞ্জের ছিন্নারচরে আশ্রয় নিয়েছে। হাতিটি টানা ২৪ দিন ধরে দিকভ্রান্ত হয়ে ঘুরছে চরে চরে।

সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ছিন্নারচরে হাতিটি বেশ কয়েকটি ঘরবাড়ি ও নৌকা ভাঙচুর করেছে। এ ঘটনায় কয়েকজন গ্রামবাসী সামান্য আহত হন। হাতিটি এখন পাবনা বনবিভাগের আওতায় অবস্থান করছে বলে জানিয়েছেন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। 

এদিকে হাতিটি উদ্ধারে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও গতিবিধির উপর নজরদারি অব্যাহত আছে দাবি সংশ্লিষ্ট বনবিভাগের। 

প্রাণীটি উদ্ধারে, দুই দেশের মধ্যে চলছে কথা চালাচালি। শিগগিরই বাংলাদেশে আসবে ভারতীয় বনবিভাগের একটি প্রতিনিধি দল।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!