গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • গাজীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০১৬, ০৫:২৪ পিএম
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বাবু মিয়া (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার মাটিকাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাবু গাইবান্দা সদর থানাধীন সুনাইডাঙ্গা এলাকার মতবুল হোসেনের ছেলে এবং কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বাবু সকাল ১০টায় রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হন। পরে রেল পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই নিহতের স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!