আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১০:৪১ এএম
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী : ঘন কুয়াশার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল ৬টা ১০ থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সোমবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে।

কুয়াশার ঘনত্ব এতই বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!