হবিগঞ্জের ২৩ চা বাগানে কর্মবিরতি সোমবার

  • হবিগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৬, ০৬:০১ পিএম
হবিগঞ্জের ২৩ চা বাগানে কর্মবিরতি সোমবার

হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানে একযোগে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সোমবার (২২শে আগস্ট) কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। গত ১৯ আগস্ট শুক্রবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সদর দপ্তর শ্রীমঙ্গলের লেবার হাউসে কেন্দ্রীয় কমিটির এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

জানা গেছে, চুক্তি মতে অস্থায়ী শ্রমিকদের মজুরি স্থায়ী শ্রমিকদের সমান মজুরি দেয়ার কথা। কিছু বাগান তা দিচ্ছে না। এসব বাগানের অস্থায়ী চুক্তি মোতাবেক সমান মজুরি দেয়ার আহ্বান জানানো হয় সভায়। গত ১৫ সপ্তাহ ধরে বেতন আর রেশন বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপন করছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানের ৪১৬ জনেরও বেশি শ্রমিক। এছাড়া মারা যায় ৬ শ্রমিক। কয়েক মাস ধরে আন্দোলন করলেও বাগানের সংকট নিরসন হয়নি।

বৈঠকে বক্তারা বলেন, ১৮ হাজার চা শ্রমিকের ২০১৫-২০১৬ সালের বেতন-বোনাসের ৭৬৩ টাকা করে এখনো পরিশোধ করেননি ফিনলে কর্তৃপক্ষ। অতিবিলম্বে বেতন বোনাসের টাকা পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সভায় হুঁশিয়ারি দেয়া হয়।

এছাড়াও একই দিনে দেশের আরো ৬টি ভ্যালি- সিলেট, জুড়ী, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেবার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ৬টি ভ্যালির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Link copied!