গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০১:২৮ পিএম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু 

গাজীপুর: কালিয়াকৈরের তেলিরচালা টপস্টার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি আরও বলেন,মারা যাওয়া ব্যক্তিরা হলেন, আরিফুল ইসলাম (৩৫) গার্মেন্টস কর্মী ও মইদুল (৩০) একটি কারখানার গোডাউনের শ্রমিক।

এছাড়াও তিনি বলেন, নিহত আরিফুলের শরীরের ৭০ শতাংশ আর মইদুলের ৯৫ শতাংশ শরীর আগুনে পুড়ে ছিলো। 

এ দিকে নিহত আরিফুলের স্ত্রী সুমি আক্তার জানান, রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামে তাদের বাড়ি। বাবার নাম আ.রাজ্জাক বিশ্বাস।

পরিবার নিয়ে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টে চাকরি করেন।

অপরদিকে, মৃত মইদুলের ভাগিনা মো.আকাশ জানান, মইদুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বেড়াখোলা গ্রামে। বাবার নাম সাবেত খা।কালিয়াকৈরে একটি গোডাউনে কাজ করতেন তিনি।

উল্লেখ্য,রোববার (১৭ মার্চ) সকাল পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দুর্ঘটনায় আহত  দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জন। 

এআর

Link copied!