মাতৃছায়া বৃদ্বাশ্রমে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৭:৪৬ পিএম
মাতৃছায়া বৃদ্বাশ্রমে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থার বৃদ্ব ও বৃদ্বাদের  নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) নান্দাইল সোসাল ওয়ার্কারস এর উদ্যোগে চরকামট খালী গ্রামে মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাশরা কেক এন্ড কুশিঘর ও রবিউল আটো এন্ড ব্যাটারি হাউজের উদ্যোগে এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম খোকন, আমিনুল হক বুলবুল, মো.গোলাম মোস্তফা,বৃদ্বাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবী উলফাত আরা কচি রবিউল আউয়াল,আরজুন জান্নাত মাইদা
প্রমুখ। 

এমএস

Link copied!