বরগুনায় চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম 

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৪, ১১:৩৯ এএম
বরগুনায় চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম 

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় তাপদাহ উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদান করছে।মঙ্গলবার (২১ মে) সকাল থেকে ভোটারগণ ভোট দিতে আসলেও ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম উপস্থিতি রয়েছে। এচিত্র উপজেলায় সর্বত্র।

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপে বরগুনা জেলার দুইটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বরগুনা সদর ও বেতাগী উপজেলায় এ ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

বরগুনা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ তেত্রিশ হাজার আটশত বিরানব্বই জন। এর মধ্যে পুরুষ এক লক্ষ সতেরো হাজার চব্বিশ জন। অপরদিকে নারী ভোটার সংখ্যা এক লক্ষ ষোল হাজার আট শত তেষট্টি জন। মোট ভোট কেন্দ্র ১০০। 

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ হাই আল হাদী বলেন শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। সকাল দশটা পর্যন্ত বরগুনায় ১১% ভোট প্রদান করেছে। 

এসআই

Link copied!