হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচাঁমরিচ আমদানি শুরু

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৮:৪০ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচাঁমরিচ আমদানি শুরু

হিলি: দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচাঁমরিচ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ৮শত ৪০ কেজি কাচাঁমরিচ আমদানি হয়। এটি ভারতের আরাকান রাজ্য থেকে আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামাপোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা।

তিনি বলেন, দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাচাঁমরিচ আমদানি শুরু হয়েছে। মেসার্স আশা বানিজ্যলায় আমদানকারক প্রতিষ্ঠান এটি আমদানি করেছেন।

আমদানিকারক প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, দেশের বাজারে কাচাঁমরিচের দাম উর্দ্ধগতি হওয়ায় সরকার কাচাঁমরিচ আমদানির অনুমতি দিয়েছেন। আজকে থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। তাই আমরা বাজার নিয়ন্ত্রন রাখতে আজকে এক ট্রাক কাচাঁমরিচ আমদানি করেছি। আমদানি হলে দেশের বাজারে কাচাঁমরিচের দাম সহনীয় থাকবে বলে জানান তিনি।

এমএস

Link copied!