জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৮:৪২ পিএম
জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভোলা: ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন তাজলের পরিবারের লোকজনের হামলায় বড় ভাই আবদুল মালেক (৭০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তাজলের আরেক ভাই মজনু। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মমতাজ বেগম। তিনি তাজল ইসলামের স্ত্রী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

Link copied!