মির্জাপুরে সেচ্ছাসেবকলীগ নেতা আটক

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৪২ পিএম
মির্জাপুরে সেচ্ছাসেবকলীগ নেতা আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে সেচ্ছাসেবকলীগের এক নেতাকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।  শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আকাশ চৌধুরী মিন্টু উপজেলার গুনটিয়া গ্রামের কাশেম চৌধুরীর ছেলে। তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টুকে আটক করা হয়। তাকে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার সামনে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের গুলি করার ঘটনায় আটক করা হয়েছে। 

শনিবার মিন্টুকে টাঙ্গাইলের মির্জাপুর আমলী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। 

এসএস

Link copied!