কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৬, ০২:২৪ পিএম
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে ওয়ার্কসপ ব্যবসায়ী আবু ইউছুফকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৯ অক্টোবর) সকালে বাড়ির দক্ষিণ পাশের ডুবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইউছুফ উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামের মৃত আব্দুল মান্নান (মুনাফ) মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

স্ত্রী রেখা আক্তার জানায়, শনিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে ওষুধ আনতে পাশের মতিন মার্কেটের দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। আজ রোববার সকাল ৭টায় স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশের ডুবায় নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মুরাদনগর থানার এসআই বিল্লালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 
স্ত্রী আরো জানায়, তার অনেকের সঙ্গে টাকার লেনদেন ছিল। হযত তার জেরে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মাথার পেছনের অংশে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যার ঘটনা। স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!