গাজীপুর: মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের বিপুল পরিমাণে মালামাল পুড়ে যায়। এ সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা বেগম সুপার মার্কেটে একটি গ্যাস সিলেন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধপাকা ওই আনোয়ারা বেগম সুপার মার্কেটের দোকানগুলোতে গ্যাসের চুলাসহ এর খুচরা মালামাল ও গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে একটি গ্যাস সিলেন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া আর আগুন আশপাশের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
তবে তাৎক্ষণিকভাবে ওই মার্কেটে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
এআর
আপনার মতামত লিখুন :