হিলিতে রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:২১ পিএম
হিলিতে রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসোমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদের হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার, জন্মগত হৃদরোগ সহ ৬টি দূরারোগ্য রোগে আক্রান্ত ১২ জন রোগীর মাঝে এককালিন প্রতি জনকে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক বিরতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও সমাজ সেবা অফিসার মাসুদ রানা।

উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা জানান, হাকিমপুর উপজেলায় বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্ত ৪৫ ব্যক্তির আবেদন যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব ধাপে ধাপে আসে। আজ ৬ টি রোগের ১২ জনকে প্রতিজন ৫০ হাজার টাকার সরকারি অনুদানের চেক দেওয়া হয়েছে।
 
এসআই

Link copied!