পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

  • কিশোরগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৩:০৭ পিএম
পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে এ খবর পাওয়া যায়।

নিহত শিক্ষার্থীরা হলেন—পাকুন্দিয়ার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫), ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহত আরও তিনজন শিক্ষার্থীও তাদের সহপাঠী বলে জানা গেছে।

পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএ

Link copied!