বগি নিয়ে বিক্ষোভ, দেরিতে ছাড়ল জুলাই ট্রেন

  • প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১১:৫৮ এএম
বগি নিয়ে বিক্ষোভ, দেরিতে ছাড়ল জুলাই ট্রেন

ঢাকা: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া শিক্ষার্থীদের একাংশ ট্রেনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন। তারা দাবি করেন, তাদের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনের কোচগুলো যাত্রার উপযোগী ছিল না। এই দাবিতে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা বিশেষ ট্রেনটি ছিল ‘নিম্নমানের’ এবং দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানোর মতো উপযুক্ত নয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়েন—একদল নির্ধারিত বিশেষ ট্রেনে উঠেন, অন্যদল সিল্কসিটি এক্সপ্রেসে যাত্রা করেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, "বিশেষ ট্রেন হিসেবে যে কোচগুলো দেওয়া হয়েছে তা অত্যন্ত পুরোনো ও অস্বস্তিকর। ট্রেনটি দেখেই মন খারাপ হয়ে যায়। আমরা প্রতিবাদ জানাতে রেললাইনে অবস্থান নিই, কিন্তু শেষমেশ বিকল্প না থাকায় বাধ্য হয়ে ওই ট্রেনেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।"

এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, "বরাদ্দকৃত ট্রেনগুলো যাত্রার জন্য উপযুক্ত ছিল। পরিস্থিতি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। পরে সবাইকে বোঝানোর মাধ্যমে দুই ট্রেনেই যাত্রীদের তুলে দেওয়া হয়।"

পরবর্তীতে সকাল ৮টা ১৩ মিনিটে বিশেষ ট্রেন এবং ৮টা ২৫ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এই বিশেষ ট্রেন রাজশাহী, ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

ওএফ

Link copied!