ঢাকা: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং একজন পিকআপ চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরবেলা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বটতলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওএফ
আপনার মতামত লিখুন :