ঢাকা: গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তিনটি ব্যাগভর্তি একটি অজ্ঞাতনামা পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়ে থাকা ব্যাগগুলো থেকে এসব মর্মান্তিক অংশ উদ্ধার করা হয়। ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথশিশু মহাসড়কের পাশে পড়ে থাকা ব্যাগগুলো প্রথম দেখতে পায়। ব্যাগগুলোর আকার ও গন্ধ সন্দেহজনক মনে হলে তারা স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় কয়েকজন ব্যাগগুলো খুলে দেখতে পান, সেগুলোর ভেতরে রয়েছে মানুষের দেহের বিভিন্ন খণ্ডিত অংশ। দ্রুতই তারা টঙ্গী থানায় খবর দেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি আলাদা ব্যাগ থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। মরদেহের মাথা, হাত-পা এবং শরীরের অন্যান্য অংশগুলো আলাদা আলাদা ব্যাগে রাখা ছিল বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রায় ২-৩ দিন আগে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহটি কয়েক টুকরো করে ব্যাগে ভরে ফেলে রাখা হয় জনসমাগম থেকে কিছুটা দূরের এই স্থানে। হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বপরিকল্পিত শত্রুতা, পারিবারিক কলহ কিংবা অপরাধ জগতের সংশ্লিষ্টতা রয়েছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা চালানো হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "ঘটনাটি অত্যন্ত নির্মম। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
এদিকে, এ ধরনের নৃশংস ঘটনা টঙ্গী এলাকায় প্রথম নয় বলেও মন্তব্য করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারা জানান, মহাসড়কের পাশে এই ধরনের অচেনা ব্যাগ পড়ে থাকতে দেখে সবার মাঝেই ভীতিকর অনুভূতি সৃষ্টি হয়েছে। তারা পুলিশের প্রতি দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওএফ
আপনার মতামত লিখুন :