চাঁদপুর: মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম খান এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মতলব উত্তর উপজেলাবাসী।
বুধবার (২০ আগষ্ট) বিকালে মতলব উত্তর উপজেলার ষাটনল বেড়িবাঁধের উপর মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে স্থানীয় লোকজন একটি বিক্ষোভ মিছিল করে এতে উপজেলার হাজারো জনগন উপস্থিত ছিলেন, বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ষাটনল লঞ্চ ঘাটে গিয়ে শেষ হয়।
মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু দুর্নীতিবাজ ঠিকাদার ও বৈষম্যবিরোধী নামধারী মব সৃষ্টিকারীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম খান কে নিয়ে নানা অপপ্রচার এর মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এতে মতলব উত্তর উপজেলার সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, পিআইও সেলিম খান সহ আরো অনেক সৎ কর্মকর্তাদের অনৈতিক কাজে ব্যবহার করতে না পেরে তাদের বিরুদ্ধে লেগেছে একটি স্বার্থান্বেষী দুর্নীতিবাজ অসাধু মহল। অসাধু গোষ্ঠীটি মূলত মতলব উত্তর উপজেলার মানুষের ভালো চায় না। পিআইও সেলিম খান এর ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুণ্ন করতে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এদের কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা ভবিষ্যতে মতলব উত্তরে আসতে বা এখানে অবস্থান করতে চাইবে না। এটা চলতে দেয়া হবে না। বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে মতলব উত্তরের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।
আমরা এ ধরনের দুষ্টচক্রের হাত থেকে মতলব উত্তরকে মুক্ত রাখতে চাই। প্রশাসনের প্রতি আহ্বান, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এআর
আপনার মতামত লিখুন :