বরিশাল: গৌরনদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ভুয়া জন্মসনদ বানিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে বন্ধ হয়। বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ঘটনা ঘটেছে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি বাউরগাতি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং বয়স ১৬ বছর। কিন্তু কালকিনির রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা জন্মসনদে বয়স দেখানো হয় ১৯ বছর।
পূর্বনির্ধারিত তারিখে বরযাত্রীসহ বিয়ে সম্পন্নের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন।
প্রশাসনের কর্মকর্তারা স্কুলের নথি যাচাই করে মেয়েটির প্রকৃত বয়স ১৬ বছর প্রমাণ করেন। প্রতারণার মাধ্যমে বাল্যবিয়ের আয়োজনের কথা স্বীকার করেন বর ও কনের বাবা।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়েটি ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন,ভুয়া জন্মসনদ দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাল্যবিয়ে প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে সহজে ভুয়া জন্মনিবন্ধন তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এআর
আপনার মতামত লিখুন :