লক্ষ্মীপুর: ডাকসু বানচালের ষড়যন্ত্রসহ শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবির। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহর শিবিরের ব্যানারে এ আয়োজন করা হয়।
মিছিলটি সামাদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই, স্বৈরাচার আর চাঁদাবাজ মিলেমিশে একাকার, দায় চাপায় রাজনীতি চলবে না, চলবে না' স্লোগান ভেসে আসে।
লক্ষ্মীপুর শহর সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদুর নেতৃত্বে সাবেক শহর সভাপতি শাহরিয়ার রহমান, অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল, অর্থ সম্পাদক জুনাইদ হোসেন, আইন সম্পাদক সরোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদ উদ্দিন বলেন, ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ঢাবিতে নারী হেনস্তাকারী কোন দলের নয়, তদন্তে তা প্রমাণ হয়েছে। এরপরও শিবিরের ওপর দায় চাপিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসব মিথ্যাচার বন্ধ করতে হবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এআর
আপনার মতামত লিখুন :