বিদেশ ফেরত এক প্রবাসীকে বাসে জুস খাইয়ে অজ্ঞান করে মোবাইল, মানিব্যাগ ও স্বর্ণালংকার লুট করেছে অজ্ঞান পার্টির এক সদস্য। তবে যাত্রীর তৎপরতায় শেষ রক্ষা হয়নি চোরের—বাসস্ট্যান্ডে চেতনা ফেরার পরই তাকে ধরে ফেলেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁগামী একতা পরিবহনের একটি বাসে।
ভুক্তভোগী এ আর হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার বাসিন্দা। তিনি দুবাই থেকে দেশে ফিরেই গ্রামের বাড়িতে ফেরার পথে এ ঘটনার শিকার হন।
বাসে তার পাশের আসনে বসা ছিল এক যাত্রী, যার নাম পরে জানা যায় আরমান হোসেন। তিনি নরসিংদী জেলার বাসিন্দা।
বাসের যাত্রী ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঢাকায় পৌঁছানোর পর এ আর হোসেন উত্তরা থেকে একতা পরিবহনের বাসে উঠেছিলেন। বাসে পাশের সিটের আরমানের সঙ্গে তার আলাপ হয়। কিছুক্ষণ পর আরমান একটি বোতল বের করে হোসেনকে জুস খাওয়ার প্রস্তাব দেন।
হোসেন জানান, আমি ক্লান্ত ছিলাম, তাই খুব একটা সন্দেহ করিনি। জুস খাওয়ার পরই মাথা ঘুরতে থাকে, তারপর কিছু মনে নেই।
বাসের গন্তব্যস্থল নওগাঁ বাসস্ট্যান্ডে এ আর হোসেনের চেতনা ফিরলে বিষয়টি পরিষ্কার হয়। পাশেই থাকা আরমান তাকে নামাতে সাহায্য করার ভান করছিল।
তবে হোসেন বলেন, চেতনা ফেরার সঙ্গে সঙ্গেই আমি পাশের লোকটাকে চেপে ধরি। তখনই বুঝি, আমার মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালংকার সব নেই। আর বাসের লকারে রাখা ব্যাগটিও নিতে চেয়েছিল সে।
পরিস্থিতি আঁচ করতে পেরে আশপাশের যাত্রী ও বাস কর্মীরা এগিয়ে আসেন এবং আরমানকে আটকে ফেলেন। তার কাছ থেকে হোসেনের মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম
আপনার মতামত লিখুন :