গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:১৭ পিএম
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

ছবি : সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)। তাদের মধ্যে গুরুতর অবস্থায় শিশুকন্যা ঐর্দিকাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলার সুইচ খোলা থাকায় পুরো ঘরে গ্যাস জমে যায়। এ সময় বাসার এক কক্ষে বাতি জ্বালাতেই গ্যাসে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চার সদস্য দগ্ধ হন। বিস্ফোরণে ফ্ল্যাটের একটি দেয়ালের অংশ ও জানালার কাঁচ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

এসআই

Link copied!