কাঁঠালিয়ায় নিখোঁজ দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:৩৫ পিএম
কাঁঠালিয়ায় নিখোঁজ দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর দুই বছরের শিশু আবদুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের একটি খাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ উপজেলার ছোট কৈখলী গ্রামের মো. লিটন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে খেলতে খেলতে শিশুটি বাড়ির সামনে খালে পড়ে নিখোঁজ হয়। স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর শিশুটির খোঁজাখুঁজি চালালেও কোনো সন্ধান পাননি।

রোববার সকালে পাশ্ববর্তী উত্তর চড়াইল গ্রামের ভাড়ানি খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএইচ
 

Link copied!