ছবি প্রতিনিধি
নোয়াখালী: নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে সেনবাগ উপজেলা শাখা নোয়াখালী বিভাগ বাস্তবায়ক কমিটি রবিবার সকাল ১০টায় সেনবাগ পৌরশহরের থানা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লেখা-প্লেকার্ড নিয়ে অবস্থান নেন। মানববন্ধনটি সাবেক ছাত্রনেতা ইয়াছিন আলী বাবরের সঞ্চালনায় পরিচালিত হয়। এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুর রহমান রাশেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ওলামা মাশায়েক আইম্বার সেক্রেটারি মাওলানা রহিম উল্লাহ বশিরী, হেফাজতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ, সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন হুয়ুমান কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেনবাগ উপজেলা দক্ষিণ সভাপতি মাওলানা মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালী একটি প্রাচীন জেলা, যার প্রতিষ্ঠা প্রায় ২৫০ বছর আগে। অন্যদিকে কুমিল্লা ১৯৫৮ সালে জন্ম নেয়। তাই নোয়াখালীকে স্বাধীন বিভাগ ঘোষণা করার দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় আগামী ১১ অক্টোবর ঢাকায় ‘চলো ঢাকা’ কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে লাগাতার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল সহকারে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিভাগ ঘোষণার দাবি সম্বলিত স্বারকলিপি প্রধান উপদেষ্টার বরাবরে প্রেরণ করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :