ছবি : প্রতীকী
কক্সবাজার: টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ৪ বছরের শিশু আফ্সি মনি’র লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার স্থানীয়রা পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। আফ্সি মনি রোববার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয়। সে উপজেলার হ্নীলা হোয়াকিয়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বাঁধনের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি খেলার সময় নিখোঁজ হওয়ায় আত্মীয়স্বজন সম্ভাব্য স্থানে খোঁজ শুরু করেন। পাশ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের পুকুরেও ১০-১২টি জাল ব্যবহার করে খোঁজা হয়, কিন্তু কোনো হদিস মেলেনি। সোমবার দুপুরে স্থানীয়রা ওই পুকুরেই আফ্সি মনি’র মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
উদ্ধারের সময় শিশুর মৃতদেহে কানের দুল দুটি ছিল না এবং মুখে প্লাস্টারের দাগ ছিল। স্থানীয়রা ধারণা করছেন, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ মৃতদেহের সুরতহাল তৈরি করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসএইচ
আপনার মতামত লিখুন :