ঢাকা-বরিশাল রুটে ফিরছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১১:৫২ এএম
ঢাকা-বরিশাল রুটে ফিরছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার

ছবি: প্রতিনিধি

বরিশাল: নদীমাতৃক বাংলাদেশের একসময়ের ঐতিহ্যবাহী নৌযান প্যাডেল স্টিমার আবারও ফিরছে ঢাকার আকাশচুম্বী ব্যস্ততা থেকে শান্ত নদীপথে। দীর্ঘ তিন বছর পর ঢাকা-বরিশাল নৌপথে পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক পিএস মাহসুদ স্টিমারটি। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে এর যাত্রা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন চলবে স্টিমারটি, যার গতি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল।

জানা গেছে, গত মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয় স্টিমার সার্ভিস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। সার্ভে, ফিটনেস রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো দিন যাত্রা শুরু করবে এই ঐতিহাসিক স্টিমার।

ইনল্যান্ড মাস্টার অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, তিন বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। সংস্কারের পর এটি এখন পুরোপুরি যাত্রার উপযোগী।

জুনিয়র ইঞ্জিন অফিসার সাইফুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত স্টিমারটি নির্ধারিত রুটে নিয়মিত চলবে।

উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহম্মদ তানভীর হোসেন বলেন, পিএস মাহসুদ প্রায় ১০০ বছরের পুরনো। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে এটি নির্মিত হয়। সংস্কারের সময় স্টিমারের ঐতিহ্যবাহী রূপ অক্ষুণ্ণ রাখা হয়েছে, যাতে যাত্রীরা পুরনো দিনের নৌভ্রমণের স্বাদ পায়।

এসআই

Link copied!