অবরোধ তুলে নিল হেফাজতের নেতাকর্মীরা

হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় সাত লাখ টাকায় সমঝোতা

  • চট্রগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:৪৯ পিএম
হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় সাত লাখ টাকায় সমঝোতা

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম: রাউজানে বাসচাপায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সড়ক অবরোধ শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে প্রত্যাহার হয়েছে। নিহত মাওলানা সোহেলের পরিবারের জন্য সাত লাখ টাকার ক্ষতিপূরণে পৌঁছায় সমঝোতা।

বুধবার সকালে দুর্ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা ও সাধারণ পথচারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক, স্থানীয় নেতারা, বাস মালিক সমিতির প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

দুই ঘণ্টার আলোচনার পর উভয় পক্ষ সম্মত হয়, নিহত মাওলানা সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট সাত লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে বাস মালিক সমিতি নগদ দুই লাখ টাকা প্রদান করে এবং সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সমঝোতা সম্পন্ন হওয়ার পর হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচ
 

Link copied!