মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

অধিকার বঞ্চনা থেকে মুক্তির জন্য সেইফ এক্সিট দরকার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৫:৪৪ পিএম
অধিকার বঞ্চনা থেকে মুক্তির জন্য সেইফ এক্সিট দরকার

ছবি : প্রতিনিধি

বরিশাল:  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম বলেছেন, দেশের বৈষম্য ও অধিকার বঞ্চনার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য সেইফ এক্সিট অত্যন্ত জরুরি। আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য এখানেই আমাদের থাকতে হবে এবং বৈষম্যের অবসান ঘটাতে হবে। দেশে ছেড়ে যাওয়ার কোনো পথ নেই। আমাদের লড়াই হবে এখানেই, দেশের মাটিতেই।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলেন, বৈষম্য ও অধিকার বঞ্চনার আগ্রাসন বন্ধ করতে হলে সবার জন্য সমান ও নিরাপদ সুযোগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে টিকা দেবে। জন্মসনদহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে।

বরিশাল জেলায় টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ৬ লাখ ১ হাজার ১২৫ জন, বরিশাল মহানগরীতে ৯৭,৫৯০ জন। জেলার ৪,২৭৫টি কেন্দ্র থেকে কার্যক্রম পরিচালিত হবে। ইতিমধ্যেই ১ লাখ ৫২,৭১৫ জন রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরাও অন্তর্ভুক্ত।

প্রথম ডোজে ৪ থেকে ৭ বছর বয়সীদের জন্য প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সরকারের লক্ষ্য, পথশিশুসহ কেউই এই সুযোগ থেকে বাদ যাবে না।

পিএস

Link copied!