রেল টিকিটের কালোবাজারি বন্ধে এবার সিলেটে শুরু হচ্ছে নতুন ব্যবস্থা। আগামী ২৪ অক্টোবর থেকে ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, একজনের নামে কাটা টিকিটে অন্য কেউ আর ভ্রমণ করতে পারবেন না।
শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই নিয়ম বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হবে। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “প্রথম দিকে যাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি হবে একটি কার্যকর পদক্ষেপ। এতে প্রকৃত যাত্রীরা উপকৃত হবেন, আর কালোবাজারিরা ধীরে ধীরে হারিয়ে যাবে।”
সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের খারাপ অবস্থার কারণে ট্রেনে যাত্রী চাপ বেড়েছে। এতে অনলাইনে টিকিট মিলছে না বলে অভিযোগ করেন অনেক যাত্রী। জানা গেছে, টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়, যার একটি বড় অংশ কালোবাজারিদের দখলে চলে যায়।
এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার হঠাৎ সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এদিকে, জেলা প্রশাসন আরও জানিয়েছে, ১৮ অক্টোবরের পর থেকে সিলেট নগরীর সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবে না। নগরীকে শৃঙ্খলায় আনতে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এম
আপনার মতামত লিখুন :