চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক আয়োজনে বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০৫ জন জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বিকালে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
দলবদলের এই ঘটনার নেতৃত্ব দেন সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজু। তার সঙ্গে জামায়াতে যোগ দেন বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বেল্টু রহমান, নবীননগরের বিএনপি নেতা বিপুল, স্থানীয় বাসিন্দা ওলীউর রহমান ওলীসহ আরও অনেকে।
যোগদান অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাজেদুল ইসলাম সাজু বলেন, ২৪ বছর বিএনপির রাজনীতি করেছি। কিন্তু এখন মনে হচ্ছে সত্যিকারের আদর্শিক রাজনীতি জামায়াতে ইসলামীই করে। তাদের আচরণ, নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা এখানে এসেছি।
একই ধরনের মন্তব্য করেন বেল্টু রহমান, যিনি প্রায় ২৯ বছর বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি বলেন, জামায়াতই একমাত্র দল যারা বাংলাদেশকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারে। অ্যাডভোকেট রাসেল ভাইয়ের আন্তরিক ব্যবহার আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে।
সাম্প্রদায়িক বিভেদকে উপেক্ষা করে একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করে প্রভাত অধিকারী বলেন, জামায়াতের নীতি-আদর্শ আমার কাছে ভালো লেগেছে। এখানে যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ দেখেছি, তা অন্য কোথাও পাইনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার ও সদর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এম
আপনার মতামত লিখুন :