ছবি: সংগৃহীত
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে খুন হয়েছেন মোস্তফা শেখ (৪৭)। মঙ্গলবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা শেখ ওই গ্রামের মৃত সমেতউল্লাহ শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজারা হলেন শফিক শেখ, রফিক শেখ, ফরহাদ শেখ ও কদু শেখ-তাঁদের বাবার নাম রহমতউল্লাহ শেখ।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সমেতউল্লাহ শেখের দুই স্ত্রী ছিলেন। এক স্ত্রীর সন্তান রহমতউল্লাহ শেখ, আরেক স্ত্রীর সন্তান মোস্তফা শেখ, মুনজিল শেখ, ফজেল শেখ ও এন্দা শেখ। সমেতউল্লাহ শেখ মারা গেলেও তাঁর রেখে যাওয়া জমি ভাগ-বণ্টন হয়নি। জমি নিয়ে উভয়পক্ষের মামলা আদালতে চলমান। এদিকে দেড় বিঘা আয়তনের একটি পুকুরে মোস্তফারা চার ভাই মাছ চাষ করলেও রহমতউল্লাহ শেখকে ভাগ দেওয়া হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল।
মঙ্গলবার সকালে রহমতউল্লাহর ছেলেরা পুকুরের ভাগ বুঝে নিতে মোস্তফার কাছে গেলে তিনি শুক্রবার বসার কথা বলেন। পরে মোস্তফার ভাই মুনজিল বাজারে গেলে রহমতউল্লাহর ছেলেরা তাঁকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার অভিযোগ দিতে মোস্তফার স্বজনরা থানায় গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ।
দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তফা শেখ দাওয়াতে যাওয়ার পথে বাড়ির পাশের রাস্তায় তাঁকে ঘিরে ধরে শফিক, রফিক, ফরহাদ ও কদু শেখ। তর্কাতর্কির একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায় তারা। ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোস্তফা শেখ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত লিটন শেখ, জাদু শেখ ও এনামুল শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের বাড়ির সামনে ছোপ ছোপ রক্ত পড়ে থাকতে দেখা গেছে। অভিযুক্তরা পালিয়ে গেছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :