ছবি: প্রতিনিধি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সরজমিনে দেখা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের পাসপোর্ট ও ছবি মিলিয়ে যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকা এবং ছবি সঙ্গে রাখার মাধ্যমে যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পরই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ‘চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অভিযুক্তরা যাতে কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে, এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রতিটি যাত্রীর পরিচয় যাচাই করছি।’
তিনি আরও বলেন, ‘ভারতে যাত্রা করতে আসা যাত্রীদের ছবি এবং পরিচয় নিশ্চিত করার পরেই তাদের যাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে তদন্ত চলাকালীন সময়ে কোনো ধরনের নিরাপত্তা ফাঁক ফোকর থাকবে না।’
এসএইচ
আপনার মতামত লিখুন :