তুচ্ছ ঘটনায় বিএনপির দু‍‍পক্ষের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১০:১৭ এএম
তুচ্ছ ঘটনায় বিএনপির দু‍‍পক্ষের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মো. সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র দু'পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতরাতে একটি ব্যানার সরানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। আহত হন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এম

Link copied!