বঙ্গোপসাগরে ধরা পড়ল ১৯ কেজি কোরাল, ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

  •  কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:০৩ পিএম
বঙ্গোপসাগরে ধরা পড়ল ১৯ কেজি কোরাল, ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে ধরা পড়ে বিশাল এই মাছটি। পরে কুয়াকাটা পৌরমাছ বাজারে এনে এটি ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।

বাজারে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি কিনে নেন মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি। ঢাকার এক পর্যটকের কাছে মাছটি বিক্রি করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা মানায় জেলেদের জালে এখন বড় ও দামী মাছ ধরা পড়ছে।

স্থানীয় জেলেরা জানান, বড় মাছ ধরার এমন সাফল্যে তারা উৎসাহিত। নিষেধাজ্ঞার সময়ে নিয়ম মেনে মাছ ধরায় এখন সাগরে বাড়ছে তাদের ভাগ্যের চাকা।

এসএইচ 

Link copied!