সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

  • সাতক্ষীরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:২০ পিএম
সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি কালীগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল শেষে কালীগঞ্জের ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, ‘অনেক নেতা আছে যারা ঈদে বাড়ি আসে না, জনগণের খোঁজখবর রাখে না এবং আন্দোলন-সংগ্রামেও অংশগ্রহণ করে না। কিন্তু আমি শত দুঃসময়ে আমার নেতা-কর্মীদের ছেড়ে যাইনি। আমি একজন রাজপথের যোদ্ধা। এজন্যই জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এই আসনকে জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়ার লক্ষ্যে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।’

এসএইচ 

Link copied!