চট্টগ্রামে ফের সন্ত্রাসের ছায়া

বিএনপির গণসংযোগে গুলির ঘটনার আসল তথ্য বেরিয়ে এলো  

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৮:৫১ পিএম
বিএনপির গণসংযোগে গুলির ঘটনার আসল তথ্য বেরিয়ে এলো  

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সরোয়ার হোসেন বাবলাকে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন আহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারীদের টার্গেট ছিলেন সরোয়ার বাবলাই। তাঁর সঙ্গে এলাকার আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরোধ দীর্ঘদিনের। এর আগে সরোয়ারের ওপর একাধিকবার হামলা হয়, এমনকি তিনি নিয়মিত হত্যার হুমকিও পেতেন বলে জানিয়েছেন তাঁর ভাই আজিজ হোসেন।

আজিজ হোসেন বলেন, সপ্তাহ না যেতেই ছোট সাজ্জাদের লোকজন ফোন করে বলত— যা খাওয়ার খেয়ে নে। এজন্য আমরা সব সময়ই সতর্ক ছিলাম। কিন্তু এরশাদ উল্লাহর গণসংযোগে নিরাপত্তা থাকবে ভেবে আমার ভাই সেখানে গিয়েছিল।

নিহতের পরিবারের দাবি, ছোট সাজ্জাদের সহযোগী মো. রায়হানসহ কয়েকজন সরাসরি এ হামলায় জড়িত।

সরোয়ার হোসেন বাবলা ছিলেন চট্টগ্রামের আলোচিত একটি নাম। তাঁর বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অপহরণসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি আগে ছোট সাজ্জাদের অনুসারী ছিলেন, পরে নিজেই একটি বাহিনী গঠন করেন। একসময় তাঁকে বিএনপির নেতাদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত। দলের সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ কয়েকজন নেতার সঙ্গে তাঁর যোগাযোগও ছিল।

তবে বিএনপি বলছে, সরোয়ার হোসেন বাবলা দলের কেউ নন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, গণসংযোগে শত শত মানুষ অংশ নেয়। সবাই বিএনপির সদস্য নয়। বাবলা কেবল অংশগ্রহণকারীদের একজন।

এদিকে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, একবার বাবলা দেখা করতে এসে তাঁর সঙ্গে ছবি তোলে, এরপর আর যোগাযোগ হয়নি।

পুলিশ কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, সরোয়ারকে হত্যার পরিকল্পনা আগেই করা হয়েছিল। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক। রাজনৈতিক দলগুলোকে যেকোনো সভা বা গণসংযোগের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এরশাদ উল্লাহ গণসংযোগের আগে বিকেলে কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু কোথায় সভা করবেন, সে বিষয়ে কিছু জানাননি বলে জানান পুলিশ কমিশনার।

এসএইচ 

Link copied!