ছবি: প্রতিনিধি
দেশে সম্প্রতি একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পর দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ নভেম্বর) সকালে হিলির জিরো পয়েন্ট ঘুরে দেখা যায়, সীমান্তে নজরদারি ও তল্লাশি কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, জাল নোটের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করা হচ্ছে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশি টাকা আনতে না পারে। বিজিবি জানিয়েছে, সীমান্তে তাদের সদস্যরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :