চুয়াডাঙ্গায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:২৭ পিএম
চুয়াডাঙ্গায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরে ফ্যানের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব উদ্দিন (১৩) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে সদর উপজেলার সুবদিয়া গ্রামে নিজ ঘরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের কৃষক আলম হোসেনের ছেলে। সে স্থানীয় সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে সজিব ছিল ছোট।

পরিবারের সদস্যরা জানান, রাতে নিজ ঘরে ফ্যানের সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সজিব। এ সময় তার মা বাড়ির বাইরে ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!