বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে কে এই জাকারিয়া?  

  • বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:৫৪ পিএম
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে কে এই জাকারিয়া?  

ছবি: সংগৃহীত

উপজেলার ওয়াপদা মোড় এলাকায় শুক্রবার বিকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে। উত্তেজিতদের হাতে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রও দেখা গেছে। সংঘর্ষ ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে।

পুলিশ জানায়, ভিডিওতে দেখা যুবক শাহ মো. জাকারিয়া কাজী (২৫) আগ্নেয়াস্ত্র হাতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক ও উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক। বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি।

সংঘর্ষের পেছনের রাজনৈতিক উত্তেজনা গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু দু’জনেই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন তালিকা না পাওয়ার পাশাপাশি উপজেলা কমিটি গঠনের বিষয় নিয়ে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সময় শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত একটি পক্ষের কার্যালয়ে ভাঙচুর হয় এবং ১৫টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। আশপাশের কমপক্ষে ১০টি দোকানও ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধশত কর্মী-সমর্থক আহত হন।

খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দেখা আগ্নেয়াস্ত্র নয়, এটি রামদা কেড়ে নেওয়ার দৃশ্য। তবে ভিডিওর সঙ্গে তার দাবি মিলছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু অভিযোগ করেছেন, খন্দকার নাসিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন এবং এই শোডাউন ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা এলাকায় ভয় তৈরি করেছে।

এসএইচ 

Link copied!