হঠাৎ কেন গোপনে চীন সফরে গেলেন এফবিআই প্রধান? 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:৫০ পিএম
হঠাৎ কেন গোপনে চীন সফরে গেলেন এফবিআই প্রধান? 

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল গত সপ্তাহে আকস্মিকভাবে চীনের বেইজিং সফর করেছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্যাটেল শুক্রবার বেইজিং পৌঁছান এবং প্রায় এক দিন অবস্থান করেন। শনিবার তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। তবে কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয় নিশ্চিত করেনি।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর মূলত ফেন্টানিল নিয়ন্ত্রণ এবং দুই দেশের মধ্যে মাদকবিরোধী সহযোগিতা পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে হতে পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের কিছু রাসায়নিক উপাদান মেক্সিকোর মাধ্যমে ফেন্টানিল তৈরি হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটাচ্ছে।

চীন সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে, দেশীয়ভাবে অবৈধ রাসায়নিক উৎপাদকদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। তবে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) বলছে, অধিকাংশ ফেন্টানিল চালান বৈধ সীমান্ত প্রবেশপথের মাধ্যমে আসে, গোপন পথে নয়।

এ সফর সেই সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আঞ্চলিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ট্রাম্প চীনা পণ্যের ওপর কিছু শুল্ক প্রত্যাহার করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক অবিশ্বাস এবং ভেনেজুয়েলা-কেন্দ্রিক ফেন্টানিল বিতর্ক থাকায় দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা কতটা কার্যকর হবে, তা এখনও অনিশ্চিত।

এসএইচ 

Link copied!