স্বামীর চিকিৎসার জন্য নবজাতক বিক্রি করলেন মা, এলাকায় চাঞ্চল্য

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৮:০০ পিএম
স্বামীর চিকিৎসার জন্য নবজাতক বিক্রি করলেন মা, এলাকায় চাঞ্চল্য

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া আবাসন এলাকায় ইসমাতারা নামের এক নারী টাকার অভাবে স্বামীর চিকিৎসার জন্য মাত্র এক ঘণ্টার নবজাতক সন্তান বিক্রি করেছেন। এ ঘটনা ২৮ অক্টোবর বিকালে দর্শনা এক স্থানীয় ক্লিনিকে ঘটে।

ইসমাতারা জানিয়েছেন, তিনি দামে সিজারের জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় ক্লিনিক থেকে ফিরে আসার পথে স্থানীয় পরানপুর গ্রামের ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। ফারুক তাকে ৫০ হাজার টাকায় সন্তানটি বিক্রি করার প্রস্তাব দেন এবং স্বামীর চিকিৎসার জন্য নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রসবের পর বিকালে ফারুক টাকা দেওয়ার কথা বলে সন্তানটি নিয়ে যায়। কিন্তু টাকা না পেয়ে ইসমাতারা পরে সন্তান ফেরত চাইলে ফারুক যোগাযোগ এড়ান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে তার জানা নেই। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয় জনগণ এবং ভুক্তভোগী পরিবার মানসিক ও আর্থিক চাপে রয়েছে।

এসএইচ 
 

Link copied!