ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ৩ দিন পর স্ত্রী-সন্তানের মৃত্যু, জানাজায় কান্নার রোল

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:৪২ এএম
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ৩ দিন পর স্ত্রী-সন্তানের মৃত্যু, জানাজায় কান্নার রোল

নারায়ণগঞ্জে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন মো. সুমন নামে এক ছাত্রলীগ নেতা। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে সুমন পুলিশের কড়া পাহারায় দড়ি সোনাকান্দা মোড়ে জানাজায় অংশ নেন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক মামলায় সম্পৃক্ততার সন্দেহে সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্বামীর গ্রেফতারের খবরে সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে নবজাতকটি রবিবার বিকেলে মারা যায় এবং একই দিন রাত ৮টার দিকে স্ত্রী হাফেজা বেগমও মৃত্যুবরণ করেন।

পরিবারের অনুরোধে সোমবার বিকেলে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় সুমনকে। বাড়িতে পৌঁছে স্ত্রীর ও সন্তানের মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। বিকাল ৫টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেওয়ার পর দাফন শেষে পুলিশি প্রহরায় আবারও তাকে কারাগারে নেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক মামলায় গ্রেফতার সুমনকে মানবিক বিবেচনায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

জানাজার সময় পুরো এলাকায় নেমে আসে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

এম

Link copied!