মাদারীপুরের হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:৪০ এএম
মাদারীপুরের হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমানকে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।”

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, ওই ব্যক্তি নিজেকে চাকরির সন্ধানে আসা বলে পরিচয় দেন। তিনি একদিন আগে হোটেলে উঠেছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত কর্মকর্তাকে সেই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকেই নাঈম রহমানের অবস্থান জানতে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান চলছিল। কী কারণে তিনি মাদারীপুরে গিয়েছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এম

Link copied!