ফাইল ছবি
দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন শিগগিরই ১১তম গ্রেডে নির্ধারণ হওয়ার পথে আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অর্থ বিভাগ দ্রুত চিঠি পাঠাবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, অর্থসচিব শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় উদারতা দেখিয়েছেন এবং দ্রুততম সময়ে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, দশম গ্রেড বাস্তবায়ন ও অন্যান্য তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকরা ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে ১০৯ জন শিক্ষক আহত হন। পাঁচজন শিক্ষককে পুলিশ আটক করে। এ ঘটনার প্রতিবাদে ৯ নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করা হয়।
অবশেষে শিক্ষক নেতাদের সঙ্গে সরকারের বৈঠকের পর আন্দোলন স্থগিত করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রস্তাবটি জাতীয় বেতন কমিশন ২০২৫-এ পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
শিক্ষকরা আশা করছেন, অর্থ বিভাগের প্রতিশ্রুতির মতোই ১১তম গ্রেড বাস্তবায়ন আর দেরি করবে না। এটি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :